এই মুহূর্তে

শ্রীরামপুরে বিক্ষোভ মিছিল পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের।

হুগলি, ৯ জানুয়ারি:- পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সোমবার শ্রীরামপুরে এক বিক্ষোভ মিছিলের মাধ্যমে বিভিন্ন দাবি জানানো হলো। পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাল্গুনী চক্রবর্তী জানান যে সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে প্রত্যেক মানুষের জন্য ওয়েলফার ফান্ড আছে। কিন্তু ল ক্লার্ক দের জন্য কোনরকম কোন ওয়েলফার ফান্ড নেই আমাদের দাবি কোন ল ক্লার্ক কর্মরত অবস্থায় মারা যান তাহলে তাদের ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে

সেইটাই আমাদের দাবি এছাড়াও ল ক্লার্কের যে আইন আছে সেই আইনেরও কিছু সংশোধন করা দরকার যেটা আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি কিন্তু আজ পর্যন্ত তা হয়নি এইসব কারণ নিয়েই আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল। আগামী ১১ তারিখে আমরা এই সব দাবি নিয়ে চুঁচুড়ায় একটি সমাবেশ করব এবং মিছিল করব। এবং আগামীদিনে যদি আমাদের দাবি না মানা হয়, তাহলে বৃহত্তর আন্দোলনে যাব।