কলকাতা, ৩১ ডিসেম্বর:- চরম সফল রাজ্যের পঞ্চম দফার দুয়ারে সরকার শিবির। এই দফায় শিবির থেকে সরকারি পরিষেবা পেতে ৯৭ লক্ষ নাগরিক নিজেদের নাম নথিভুক্ত করেছেন। শনিবার এই শিবিরের শেষ দিনে নবান্ন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যজুড়ে বিরাশি হাজার ৩৪৫টি শিবির আয়োজন করা হয়েছিল। যার মধ্যে ভ্রান্যমান শিবির ছিল ২৮ হাজার ৩৮১টি। শিবিরগুলিতে মোট এক কোটি ৭ লক্ষ আবেদন জমা পড়েছে।
এরমধ্যে নতুন পরিষেবা হিসাবে যুক্ত বিদ্যুৎ বিল মকুবের জন্য ২ লক্ষ ২৫ হাজার আবেদন জমা পড়েছে বলে জানান হয়েছে। উল্লেখ্য গত পয়লা নভেম্বর থেকে রাজ্যজুড়ে এই শিবির শুরু হয়েছিল। পরে দুই দফায় শিবিরের সময়সীমা বাড়ানো হয়। এইবার এই শিবির থেকে বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্প সহ মোট ২৭টি পরিষেবার সুবিধা দেওয়া হয়েছিল।