কলকাতা, ২৮ ডিসেম্বর:- দীঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি স্কুলে নিযুক্ত চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। দফতরের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা ১০ হাজার টাকা করা হচ্ছে। বিজ্ঞপ্তি অনুসারে, গত নভেম্বর মাসের ১ তারিখ থেকে শিক্ষক-শিক্ষিকাদের বর্ধিত ভাতা লাগু হবে। ফলে স্বাভাবিকভাবেই নতুন বছর শুরুর আগে খুশি রাজ্যের কয়েক হাজার চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক-শিক্ষিকা। আগে তাঁরা ৮ হাজার টাকা ভাতা পেতেন। সেটাই এবার ২ হাজার টাকা বেড়ে ১০ হাজার হচ্ছে। পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলিতে বিগত কয়েক বছর ধরেই কয়েক হাজার কম্পিউটার শিক্ষক-শিক্ষিকা কর্মরত রয়েছেন। দীর্ঘদিন ধরে তাঁরা চুক্তি ভিত্তিতে কাজ করে আসছেন। ছাত্রছাত্রীদের স্কুলে কম্পিউটার প্রশিক্ষণ ছাড়াও কম্পিউটার প্রশিক্ষকেরা স্কুলের বিভিন্ন ধরনের অনলাইনের কাজ করেন।
যার মধ্যে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী সহ বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের অনলাইনে ফর্ম পূরণ সহ একাধিক কাজও করতে হয় কম্পিউটার প্রশিক্ষকদের। একইসঙ্গে করতে হয় স্কুলের অন্যান্য বিষয়ের ডিটিপি-র কাজও। আর সেই প্রেক্ষাপটেই দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকারা ভাতা বৃদ্ধির দাবি করে আসছে। ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে দীর্ঘদিন ধরে সোচ্চার হতে দেখা যায় ওয়েস্ট বেঙ্গল আইটিসি স্কুল কো-অর্ডিনেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যদের। বর্ধিত ভাতাের সঙ্গেই কম্পিউটার বিষয়টিকে সিলেবাসের অর্ন্তভুক্ত করার বিষয়েও দাবি জানানো হয়েছিল। যদিও সেবিষয়ে এখনও সরকারের তরফে কোনও সদুত্তর পাওয়া যায়নি। প্রসঙ্গত, সরকারি বিজ্ঞপ্তি জারি করেই রাজ্যের স্কুলগুলিতে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষক নিয়োগ করা হয়। সেক্ষেত্রে বছরের পর বছর সরকারের কাছে ভাতা বাড়ানো সহ একাধিক দাবি জানিয়ে এসেছে সংশ্লিষ্ট প্রশিক্ষকেরা। দীর্ঘদিনের লড়াইয়ের শেষে সরকার ভাতা বৃদ্ধির দাবি মেনে নেওয়ায় খুশি কম্পিউটার প্রশিক্ষকেরা। নতুন বছর তাঁদের কাছে এবার বড়সড় উপহার নিয়ে আসতে চলেছে।