সুদীপ দাস, ২৮ ডিসেম্বর:- বিজেপি কার্যালয় ভাঙচুর ও কর্মীদেরকে মারধরের প্রতিবাদে পান্ডুয়ায় বিক্ষোভ মিছিল করলো বিজেপি। কয়েকদিন আগেই পান্ডুয়ার কামারপাড়া এলাকায় বিজেপি কার্যালয়ে বৈঠক চলাকালীন তৃণমূলের গুন্ডাবাহিনী হামলা চালায় ওই বিজেপি কার্যালয়, পার্টি অফিস ভাঙচুর সহ চারজন বিজেপি কর্মী গুরুতর আহত হয়। এরপরেই প্রতিবাদে সরব হয় বিজেপি। বুধবার বিকালে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পান্ডুয়ায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত হয়।
এদিনের এই প্রতিবাদ মিছিল পান্ডুয়া মুকুল সিনেমা তলা থেকে শুরু হয়ে বিবেকানন্দতে গিয়ে শেষ হয়। এরপর রাস্তার উপরেই প্রতিবাদ সভা করে বিজেপি। মিছিলে পা মিলিয়ে ছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপির সাংসদ লকেট চ্যাটার্জি পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ হুগলী সাংগঠনিক জেলার জেলা সভাপতি তুষার মজুমদার সহ পান্ডুয়ার বিজেপি নেতৃত্ব ও কয়েকশ বিজেপি কর্মী।