হুগলি, ২২ ডিসেম্বর:- বিপুল উৎসব উদ্দীপনের মধ্য দিয়ে শেষ হলো শ্রীরামপুরের ইংরেজি মাধ্যম স্কুল হোলি হোমের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বুধবার অনুষ্ঠিত হয়েছিল ছোটদের ইভেন্টগুলি বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো বড়দের বিভাগের খেলা। এদিন সকাল থেকে এই ক্রীড়া প্রতিযোগিতা দেখতে অভিভাবকদের এবং স্থানীয় মানুষদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল, অন্বয় চট্টোপাধ্যায় এবং স্কুলের কর্ণধার ইন্দ্রানী মুখোপাধ্যায়। অনুষ্ঠানের শেষে হোলিহোমের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান পলাশ প্রিয়া মুখোপাধ্যায়।