হাওড়া, ১৭ ডিসেম্বর:- হাওড়ায় দক্ষিণ-পূর্ব রেল শাখায় ফুলেশ্বর-চেঙ্গাইলের মাঝে ডাউন লাইনে রেললাইনে বাঁক। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা লোকাল ট্রেনের। সূত্র মারফত জানা গেছে, শনিবার সকালে দক্ষিণ-পূর্ব রেলের ফুলেশ্বর চেঙ্গালের ডাউন লাইনে রেল কর্মীরা লাইনের কাজ করছিলেন। সে সময় হঠাতেই চেঙ্গাইলের অদূরে ডাউন লাইনের একটি অংশে হঠাৎ বাঁক দেখতে পাওয়া যায়। সেখানে ধোঁয়া দেখতে পান এলাকার লোকজন।
বালতি করে জল নিয়ে সেই ধোঁয়া নেভানোর চেষ্টা করার সময় তারা দেখতে পান ওই লাইনে লোকাল ট্রেন আসছে। রেল কর্মী ও এলাকার মানুষজন বিভিন্ন রকম সিগন্যাল দেখিয়ে তারা ট্রেনটিকে থামানোর চেষ্টা করেন। ট্রেন চালকের চেষ্টায় লোকাল ট্রেনটি কিছুটা এসে তারপর দাঁড়িয়ে যায়। এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি রেল আধিকারিক ও কর্মরত কর্মীরা চলে আসেন। দ্রুত লাইন মেরামত করা হয়। প্রায় ঘন্টাখানেক পরে ওই লাইন দিয়ে আবার ট্রেন চলাচল শুরু হয়।