কলকাতা, ২৫ নভেম্বর:- বাংলার অগ্নিকন্যার মুকুটে যোগ হল সাফল্য ও সম্মানপ্রাপ্তির আরও এক পালক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পথে হেঁটে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ও এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি লিট উপাধিতে সম্মাণিত করতে চলেছে। আগামী ৬ ফেব্রুয়ারি ওই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের অনুষ্ঠান। সেখানেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই সম্মাণে সম্মাণিত করতে চলেছে সেন্টা জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়।
২০১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ডি লিট সম্মাণ তুলে দিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে বাংলার তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী সেই সম্মাণ তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর হাতে। আর সেই সম্মাণপ্রাপ্তির পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন, তিনি এর যোগ্য নন। কিন্তু এই সম্মান তাঁর জীবনকে পূর্ণ করে দিয়েছে। এখন দ্বিতীয় ডি লিট প্রাপ্তির পরে তিনি কী বার্তা দেন সেইদিকেই তাকিয়ে থাকবে সকলে।