এই মুহূর্তে জেলা

পারিবারিক বিবাদের ঘটনা মেটাতে গিয়ে পুলিশের ওপরেই চড়াও পরিবারের সদস্যরা।


হাওড়া, ২৫ নভেম্বর:- হাওড়ার গোলাবাড়িতে একটি পারিবারিক বিবাদ নিয়ে ঝামেলার জেরে হামলার খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থলে যায় পুলিশ। তখনই পাল্টা পুলিশের উপরেই চড়াও হয় এক পরিবারের সদস্যরা। এই ঘটনায় গ্রেফতার হয়েছে দু’জন। জানা গেছে, গোলাবাড়ি থানা এলাকায় একটি পরিবারে সম্পত্তি নিয়ে অনেকদিন ধরে বিবাদ চলছিল। আদালতে পর্যন্ত সেই মামলা গড়ায়। শুক্রবার দুপুরে ওই দুই পরিবারের মধ্যে ফের ঝামেলা শুরু হয়।

অভিযোগ, এক পরিবারের সদস্যরা অন্য পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এই ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোলাবাড়ি থানার পুলিশ। তখনই এক পরিবারের সদস্যরা চড়াও হয় পুলিশের উপরেও। তিনজন পুলিশ কর্মী সামান্য জখম হন। যার মধ্যে এক মহিলা পুলিশ কর্মীও রয়েছেন। এরপর গোলাবাড়ি থানা থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়।গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। বাজেয়াপ্ত করা হয় একটি কাটারি, বাঁশ ও লোহার বড় হাতুড়ি। আহত পুলিশ কর্মীদের প্রাথমিক চিকিৎসার পর অবশ্য হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।