হুগলি, ১৬ নভেম্বর:- ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা শিবির করল বৈদ্যবাটি পুরসভা।বুধবার পুরসভার সভাকক্ষে পুরসভার স্বাস্থ্য, সাফাই বিভাগের কর্মীরা হাজির ছিলেন। এ ছাড়া জেলা স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক ও পতঙ্গবিদরা ডেঙ্গি মোকাবিলায় বেশ কিছু কর্মসূচির কথা উল্লেখ করেন।
সেখানে উপস্থিত ছিলেন বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো ও চেয়ারম্যান ইন কাউন্সিল মহুয়া ভট্টাচার্য। পুরপ্রধান বলেন, ডেঙ্গি মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে। রবিবার ৫,৬ ও ২৩ নম্বর ওয়ার্ডে সচেতনতা মূলক মিছিল করা হবে।