হাওড়া, ১৩ নভেম্বর:- “শহরে বাড়ছে ডেঙ্গু, অথচ হাওড়া পুরসভা পঙ্গু”, এই অভিযোগে রবিবার সকালে মধ্য হাওড়ায় ডেঙ্গু প্রতিরোধে পথে নামল DYFI. এদিন সকালে DYFI এর তরফ থেকে জেলা নেতা সোমনাথ গৌতমের নেতৃত্বে ছড়ানো হলো মশার তেল। পথে ঘুরে ডেঙ্গু প্রতিরোধে প্রচার চালানো হলো।
DYFI পশ্চিম হাওড়ার অন্তর্গত ২৩ নং ইউনিটের তরফ থেকে এদিন ডেঙ্গু সচেতনতায় প্রচার কর্মসূচি নেওয়া হয়। মশা মারতে তেল ছড়ানো ও সচেতনতামূলক প্রচার করা হয়। সহযোগিতায় ছিলেন ২৩নং ওয়ার্ড রেড ভলেন্টিয়ার্স এর কর্মীরাও। এদিন পাওয়ার হাউস মোড় থেকে কর্মসূচির সূচনা হয়।