হুগলি, ১০ নভেম্বর:- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মূত্যু হল উত্তরপাড়া ভদ্রকালীর বাসিন্দা স্বপন ঘোষের। ৫৩ বছরের স্বপন বাবু পেশায় ব্যবসায়ী। কয়েক দিন আগে তিনি প্রবল জ্বরে আক্রান্ত হন। জ্বর না কমায় গত ৪ নভেম্বর স্বপন বাবু উত্তরপাড়ার একটি নার্সিং হোমে ভর্তি হন। স্বপন বাবুর অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার সিএমআরআই-তে ট্রান্সফার করা হয়। ক্রমশ তার অবস্থার অবনতি হতে থাকলে তাকে ভেন্টিলেশানে রাখা হয়। সেখানেই বুধবার রাতে তার মৃত্যু হয়।
স্থানীয় ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী বিশ্বাস জানান উত্তরপাড়ায় ১৬, ১৮, ১৯ নং ওয়ার্ডে ডেঙ্গু ধরা পড়লেও এই ওয়ার্ডে কোনো ডেঙ্গু আক্রান্ত ছিল না। তাই স্বাভাবিকভাবেই মানুষের মনে ভয় দেখা দিয়েছে। তিনি জানান ডেঙ্গু প্রতিরোধে পুরসভা সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে। তার আবেদন পুর কর্মীরা যখন মানুষের বাড়ি যাচ্ছেন তারা যেন পুরকর্মীদের সঙ্গে সহযোগিতা করেন। হাসপাতালের রিপোর্ট অনুযায়ী স্বপন বাবু ডেঙ্গু আক্রান্ত হওয়ার পাশাপাশি তার মাল্টি অরগ্যান ফেলিওর হয়েছিল।