সুদীপ দাস, ২৮ অক্টোবর:- দুর্গা পূজার মত চন্দননগরের ঐতিহ্যমন্ডিত জগদ্ধাত্রী পুজোয় ছাড় মিলল না ইলেকট্রিক বিলে। প্রসঙ্গত আজ চন্দননগরে ঐতিহ্যমন্ডিত জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতেই এক প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়। যে সভায় উপস্থিত ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী ইন্দ্রনীল সেন জেলাশাসক দীপাপ প্রিয়া পি, চন্দননগর পুলি কমিশনার অমিত প্রসাদ জাভালগি সহ বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। এরপর এক সাংবাদিক সম্মেলন করেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। এদিনের এই সাংবাদিক সম্মেলনে তিনি ঘোষণা করেন আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই চন্দননগরে আন্ডারগ্রাউন্ড বিদ্যৎলাইন তৈরীর শুভ সূচনা হবে।
যদিও এদিন দুর্গাপুজোর বিদ্যুৎ বিলের মতো চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় কোন ছাড় মিলবে কি না সে প্রশ্ন করা হলে দূর্ঘটনাহীন পুজো করার কথা বলতে শুরু করেন মন্ত্রী। ২য় বার সাংবাদিকরা আবারও মন্ত্রী অরূপ বিশ্বাসকে একই প্রশ্ন করা হলে তিনি কিছুক্ষন চুপ থেকে পাশে বসে থাকা আরেক মন্ত্রী ইন্দ্রনীল সেনকে মাইক ধরিয়ে দেন। ইন্দ্রনীল সেন বলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস চন্দননগরে মাটির তলা থেকে বিদ্যুৎ লাইন তৈরীর কথা ঘোষণা করলেন। অর্থাৎ আপনারা যা চাইছেন তার থেকে হাজার গুন বেশী মন্ত্রী আপনাদের দিলেন। অর্থাৎ বিদ্যুৎ বিলে কোন ছাড় মিলছে কি না সেবিষয়ে স্পষ্ট কোন উত্তর না দিয়েই কার্যত ছলেবলে দুই মন্ত্রী সাংবাদিকদের জানিয়ে দিলেন চন্দননগর জগৎবিখ্যাত জগদ্ধাত্রী পুজোয় বিদ্যুত বিলে কোন ছাড় মিলছে না।