এই মুহূর্তে জেলা

হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস এবার এলএইচবি কোচ।

 

হাওড়া,১২ মার্চ :-  যাত্রাপথ আরামদায়ক করতে এলএইচবি কোচ যুক্ত হচ্ছে যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস ট্রেনে। রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে এলএইচবি কোচের ব্যবহার। শুক্রবার থেকে হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেসে শুরু হচ্ছে। রেলের দাবি, দূরপাল্লার ট্রেনে দুর্ঘটনা প্রতিরোধে কার্যকরী ভূমিকা নিয়েছে নতুন এই কোচ। এই কোচের বৈশিষ্ট্যগুলি হল সমস্ত কোচগুলিতে অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে। এসি কোচগুলিতে অগ্নি সনাক্তকরণ এবং দমন সিস্টেম স্বয়ংক্রিয়। বিব কক সহ ল্যাভেটরির বাইরে এবং ভিতরে মডিউলার ওয়াশ বেসিন, যা জল সাশ্রয় করবে। ভ্রমণকারী যাত্রীদের ভ্রমণের সময় স্বাচ্ছন্দ্যের সাথে আরও উন্নত সুযোগ-সুবিধা পাবেন।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.