সুদীপ দাস, ২ সেপ্টেম্বর:- হুগলি জেলার শিক্ষা দপ্তরের উদ্যোগে সত্যেন্দ্র নাথ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের পথ চলা শুরু হল চুঁচুড়ার পিপুলপাতি হুগলি ওম্যান্স কলেজে। মূলত দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদেরকে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রশিক্ষণ দিতে এই কোচিং সেন্টারের পথ চলা শুরু হল।
এদিন হুগলি ওমেনস কলেজে এই স্টাডি সেন্টারের উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন হুগলির জেলাশাসক দ্বিপা প্রিয়া পি, চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভালগি, এসডিও সৈকত গাঙ্গুলি, এ ডিএমজি নকুল চন্দ্র মাহাতো, হুগলি ওমেন্স কলেজের প্রিন্সিপাল সহ বিশিষ্টজনেরা। এই স্টাডি সেন্টারে কোচিং চলবে সোম থেকে শুক্র সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত।