এই মুহূর্তে জেলা

হাওড়ায় ফের ডেঙ্গিতে মৃত্যুর অভিযোগ।

হাওড়া, ৩১ আগস্ট:- ফের হাওড়া পুরসভা এলাকায় ডেঙ্গিতে মৃত্যু। এই নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই। আজ সকালে নারায়ানা সুপার স্পেশালিটি হাসপাতালে দাসনগর পি রোডের বাসিন্দা অক্ষয় মজুমদার(৩৭) নামে এক রোগীর মৃত্যু হয়। ওই রোগীর ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসাবে ডেঙ্গু জ্বরের উল্লেখ আছে। পারিবারিক সূত্রে খবর জ্বর এবং অন্যান্য উপসর্গ নিয়ে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি ছিলেন ওই রোগী।

পরে তাকে নারায়ানা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিন চিকিৎসা চললেও তার রক্তের প্লেটলেট হু হু করে কমতে থাকে। পরে অবস্থার অবনতি হলে আজ সকালে তিনি মারা যান। হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন গত কয়েক সপ্তাহে ডেঙ্গু কেসের সংখ্যা বেড়েছে। তবে ওই রোগীর কোমরবিডিটি ছিল কিনা তা দেখা হবে। ডেঙ্গু রুখতে শীঘ্রই চিকিৎসক এবং স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। এর পাশাপাশি বাসিন্দাদের সতর্ক করতে প্রচার চালানো হবে।