হাওড়া, ১১ মার্চ :- গঙ্গায় বানের জলের তোড়ে পল্টুন সহ গ্যাংওয়ে কাত হয়ে গেল হাওড়ার শিবপুর ফেরিঘাটে। পরে ফিরতি জলের স্রোতে সেটি ফের সোজা হয়ে বসে যায়। বুধবার দুপুরে এই ঘটনার জেরে সেখানে সাময়িকভাবে ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ওই ফেরিঘাটের জলসাথী’র কর্মীরা জানান, বান আসবে আমরা জানতাম। আমাদের কাছে সেই খবর আগে থেকেই ছিল। আমরা তাই সকাল ১১টা থেকে শিবপুর ফেরিঘাটে লঞ্চ পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিলাম। এরপর দুপুর সওয়া ১২টা নাগাদ বান আসে। জলের তোড়ে পল্টুন সমেত গ্যাংওয়েটি কাত হয়ে যায়। এরপর ফের উল্টোদিকের আরেকটি স্রোতে সেটি আবার সোজা হয়ে বসে যায়। এই ঘটনার পর খবর পেয়ে বিশেষজ্ঞরা ছুটে আসেন।
তারা এই পল্টুন ও গ্যাংওয়েটি পরীক্ষা করে দেখেন। জেটিতে জলের প্রেসারেই গ্যাংওয়েটি কাত হয়ে যায় বলে জানা যায়। জলের প্রবল স্রোতে এই ঘটনা ঘটে। আমরা স্থানীয় থানা, রিভার ট্রাফিক পুলিশ ও হুগলি নদী জলপথ পরিবহন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। গ্যাংওয়ে সহ জেটি পরীক্ষা করে দেখা হচ্ছে। এর আগেও বানের কারণে বেশ কয়েকবার জেটি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেখানে। পরে তা মেরামত করা হয়। সেবার বানের চাপে জেটি দুলতে থাকায় গ্যাংওয়ের চেনগুলি সরে যাওয়ায় জেটি থেকে বিয়ারিং সরে গিয়েছিল বলে জানা যায়।