এই মুহূর্তে জেলা

বিপুল পরিমাণে নগদ অর্থ সহ আটক দুই হাওড়ায়।

হাওড়া, ১৮ আগস্ট:- বিপুল পরিমাণে নগদ অর্থ সহ হাওড়া স্টেশন থেকে আরপিএফের হাতে আটক হয়েছেন দুই ব্যক্তি। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে আটত্রিশ লক্ষ টাকা। এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে আরপিএফ। আরপিএফ সূত্রে খবর বৃহস্পতিবার বিকেল নাগাদ হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৪ নম্বর এবং ৫ নম্বর গেটের কাছে দুই যুবককে পিঠে কালো ব্যাগ নিয়ে সন্দেহজনক অবস্থায় বের হতে দেখা যায়। কর্তব্যরত আরপিএফ জওয়ানদের সন্দেহ হলে ওই দুজনকে হাতেনাতে পাকড়াও করেন। তাদের ব্যাগ পরীক্ষা করে নগদ ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা পাওয়া যায়।

এই টাকার কি উদ্দেশ্যে কোথায় নিয়ে যাচ্ছিল এই নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। এই টাকার উৎস কি তারা এই ব্যাপারে এরা কোনও নথি দেখাতে পারেননি। প্রাথমিক জেরায় তারা জানিয়েছেন কলকাতার বাজার থেকে সোনার গয়না কেনার উদ্দেশ্যে তারা এই টাকা নিয়ে এসেছেন। আটক দুই ব্যক্তির নাম রুস্তম আনসারী (৩৯) এবং শুভম ভার্মা (২০)। রুস্তমের বাড়ি বিহারের বক্সার জেলায় এবং শুভমের বাড়ি উত্তরপ্রদেশের বালিয়া জেলায়। উল্লেখ্য, কিছুদিন আগেও হাওড়া স্টেশন থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল। এদিন আটক দু’জনকে এবং উদ্ধার হওয়া টাকা কলকাতার ইনকাম ট্যাক্স অফিসারদের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা এদের জিজ্ঞাসাবাদ করবেন।