হাওড়া,১০ মার্চ :- স্নান করতে খালে নেমে জোয়ারের জলে তলিয়ে গেলেন এক যুবক। তাকে উদ্ধার করতে প্রায় ২ ঘন্টা পরে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ডুবুরি নিয়ে এলেও সেই ডুবুরিকে জলে না নামিয়ে সিভিল ডুবুরি দিয়ে জলে দেহ তল্লাশি চালানোর অভিযোগ উঠল। এই ঘটনাকে ঘিরে মঙ্গলবার সন্ধ্যায় উত্তেজনা ছড়িয়ে পড়ল হাওড়ার নাজিরগঞ্জ থানা এলাকার হাঁসখালিপোল হরেকৃষ্ণনগরে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই ভূমিকার প্রতিবাদে রাস্তা অবরোধ করলে পুলিশ এসে লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয় বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে। জানা গেছে, এদিন দুপুরে হাঁসখালিপোল হরেকৃষ্ণনগর এলাকার বাসিন্দা বছর বাইশের ওই যুবক স্থানীয় খালে স্নান করতে নেমে জলে তলিয়ে যান। এলাকার লোকেদের অভিযোগ প্রায় ঘণ্টা দুয়েক পরে ঘটনাস্থলে আসে পুলিশ। তারও পরবর্তীতে আসে ডুবুরি।
ডিজাস্টার ম্যানেজমেন্ট এর কর্মীরাও আসেন। প্রশাসনের বিরুদ্ধে এলাকার মানুষের অভিযোগ, স্রোতের অনুকূলে না খুঁজে স্রোতের প্রতিকূলে তারা দেহ খোঁজাখুঁজি করেছে এবং কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর এলাকা ছেড়ে পুলিশ প্রশাসন এবং ডুবুরি চলে গেছে। যা এলাকার মানুষ কিছুই জানতেও পারেনি। এরপর এলাকার মানুষ পাড়া থেকে বেরিয়ে এসে আন্দুল রোডের উপরে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার জন্য দাঁড়ায় এবং সেখানে তারা দলবদ্ধ হয়ে পুলিশের কাছে দাবী করে যে ডুবুরি দিয়ে খোঁজা হোক এবং যথাযথ তল্লাশি করে তার দেহ উদ্ধার করা হোক। এই ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে আন্দুল রোড। এলাকার মানুষের আরো অভিযোগ পুলিশ তাদের হঠাতে লাঠিচার্জ করে এবং এই লাঠিচার্জে বেশ কয়েকজন এলাকাবাসী জখম হন। এরইমধ্যে কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এদিকে এই পরিস্থিতি যখন চলছে তারই মধ্যে এলাকার যুবকরা সেইখানে নতুন করে তল্লাশি শুরু করে। রাত সাড়ে আটটা নাগাদ ওই যুবকের দেহ জলে ভেসে উঠতে দেখেন তারা। তড়িঘড়ি জল থেকে তুলে তারা স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যায় ওই যুবককে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এলাকায় এখনও উত্তেজনা রয়েছে।Related Articles
এ এক আজব পাঠশালা, গাছের নিচে চাকরি প্রার্থীদের নিয়ে ক্লাস করাচ্ছেন পুলিশ আধিকারিক চন্দন দাস
কোচবিহার:,২৫ জানুয়ারী:- কোচবিহার জেলার সীমান্তবর্তী মহকুমা মেখলিগঞ্জ। সম্প্রতি মহকুমা পুলিশ আধিকারিকের দায়িত্ব নিয়ে পৌঁছেছেন চন্দন দাস। তারপর থেকেই বেশকিছু অভিনবত্ব দেখা যাচ্ছে মহাকুমার ক্ষেত্রে। সোমবার জামালদহ তুলসী দেবী হাই স্কুলের মাঠে একটি গাছের নিচে ব্ল্যাকবোর্ড সহকারে দেখা গেল চন্দন বাবুকে। সামনে খোলা মাঠে বসে আছে কয়েক জন ছাত্র-ছাত্রী। তারা সকলেই চাকরিপ্রার্থী। একসময় কোচবিহারে ডিএসপি ট্রাফিকের […]
মর্যাদার সঙ্গে শেষকৃত্য সম্পন্ন হল মৃত আইটিবিপি কনস্টেবল পুরুলিয়ার যুবক বিশ্বরূপ মাহাতোর ।
পুরুলিয়া,৬ ডিসেম্বর:- সেনাবাহিনীর নিয়ম অনুসারে মর্যাদার সঙ্গে শেষকৃত্য সম্পন্ন হল মৃত আইটিবিপি কনস্টেবল পুরুলিয়ার যুবক বিশ্বরূপ মাহাতোর । গত বুধবার সকালে ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার কাদেনার ক্যাম্পে নিজেদের মধ্যে কোন একটি বিষয় নিয়ে বচসার জেরে সহকর্মীর গুলিতে তিনি সহ পাঁচজন আইটিবিপি কর্মীর মর্মান্তিক মৃত্যু হয় । ওই ঘটনায় গুলি চালিয়ে নিজেও আত্মঘাতী হয় আইটিবিপি কনস্টেবল নদীয়া […]
প্রৌঢ়ের দেহ উদ্ধার করল পুলিশ।
হাওড়া , ১ আগস্ট:- হাওড়ায় ফের জমা জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটল। এবার উত্তর হাওড়ার সালকিয়ার মহীনাথ পোড়েল লেনে হাইড্রেন থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। এলাকায় রাস্তায় জমা জলে হাইড্রেনে ভাসতে দেখা যায় ওই ব্যক্তির দেহ। এখনও মৃতের পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জমা জলে ডুবেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এরপর জলেই […]







