এই মুহূর্তে কলকাতা

চাকরি প্রার্থীদের নিয়োগে অনিয়ম সংক্রান্ত অভিযোগের নথি জমা দেওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর।

কলকাতা, ১৭ আগস্ট:- এসএসসির শিক্ষক নিয়োগ নিয়ে তৈরি হওয়া জট দ্রুত ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আশ্বাস দিয়েছেন। আজ ২০১৪ র প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের পর ব্রাত্যবাবু বলেন, সরকারের সদিচ্ছা রয়েছে। তাই শিক্ষক চাকরির প্রার্থীদের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করা হচ্ছে। নিয়োগ সংক্রান্ত কোনো অনিয়ম থাকলে তা দূর করে আইন মেনে শিক্ষক নিয়োগ করা হবে।

চাকরি প্রার্থীদের কাছে নিয়োগে অনিয়ম সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে আজকের বৈঠকে শিক্ষামন্ত্রী তা নথিপত্র সহ তাঁর কাছে জমা দিতে নির্দেশ দিয়েছেন। অন্যদিকে আন্দোলনকারী টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না বলে ওই চাকরি প্রার্থীরা জানান।