এই মুহূর্তে জেলা

রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মর্মুর জয় ধরে নিয়েই বিজয় মিছিল বিজেপির।

সুদীপ দাস, ২১ জুলাই:- রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মর্মুর জয় ধরে নিয়েই বিজয় মিছিল বিজেপির। রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান তাই দলীয় পতাকা ছেড়ে জাতীয় পতাকা নিয়েই মিছিলে অংশগ্রহন করে বিজেপি নেতা-কর্মীরা। অথচ কর্মসুচির একমাত্র ব্যানারে বিজেপির প্রতিক চিহ্নের পাশেই দ্রৌপদী মুর্মুর ছবি। এটা কতটা প্রাসঙ্গিক! অবশ্যই প্রাসঙ্গিক নয়।

অথচ আজ এই ব্যানার নিয়েই বিজয় মিছিলে পা মেলালেন বিজেপির হুগলী-সাংগঠনিক জেলার নেতা-কর্মীরা। এদিন চুঁচুড়ার ৩নম্বর গেটে দলীয় কার্যালয়ের সামনে থেকে হুগলী স্টেশন পর্যন্ত এই মিছিল বের হয়। মিছিল থেকে গেরুয়া আবীর উড়িয়ে পথচলতি মানুষকে লাড্ডু বিতরন করা হয়। পদ্মের পাশে দ্রৌপদীর ছবি প্রসঙ্গে জেলা সভাপতি তুষার মজুমদার বলেন উনি এনডিএ সমর্থিত প্রার্থী তাই ব্যানারে বিজেপির প্রতীক চিহ্ন রয়েছে।