হুগলি,৯ মার্চ :- সাড়ে পাঁচশো বছরের প্রাচীন শ্রীরামপুরের দোল মন্দিরে শুরু হয়েছে দোলযাত্রা উৎসবl সকাল থেকেই রং , আবির এবং গানের মধ্য দিয়ে সেজে উঠেছে মন্দির চত্বর lআজকের দিনে প্রাচীন এই মন্দিরে রাধা কৃষ্ণর বিগ্রহকে পূজা দেবার জন্য ভক্তরা এসে ভীড় করেন এই মন্দির চত্বরেlপূজোর ব্যবস্থাপনায় খুশি ভক্তরা l একইভাবে উদ্যোক্তারা খুশি ভক্ত সমাগমেl অন্যদিকে শ্রীরামপুরের রমেশচন্দ্র দেব স্মৃতি রক্ষা সমিতির উদ্যোগে শুরু হয়েছে বসন্ত উৎসবl নাচ, গান এবং আবিরের মধ্য দিয়ে এক টুকরো শান্তিনিকেতন উঠে এসেছে শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয় লাগোয়া এই মাঠে l অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা উচ্ছ্বসিত এই ধরনের অনুষ্ঠানে যোগ দিতে পেরে l