হওড়া, ১১ জুলাই:- নেপালের বাড়ি থেকে কলকাতায় পালিয়ে আসার সময়ে হাওড়া স্টেশন থেকে উদ্ধার হলো পাঁচ নাবালক। হাওড়া জিআরপি’র তৎপরতায় উদ্ধার হয়েছে নেপালের বাবুগঞ্জের বাসিন্দা একই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ওই ৫ জন। জানা গেছে, ডাউন কামরূপ এক্সপ্রেসে এরা সোমবার ভোররাতে হাওড়া স্টেশনের ১৮ নং প্ল্যাটফর্মে নামতেই পুলিশ এদের নিয়ে আসে জিআরপি থানায়। হাওড়া জিআরপি সূত্রের খবর, ডিউটি অফিসার ও কন্ট্রোল রুমের মাধ্যমে এদিন আগাম তথ্য পাওয়া যায় প্রতুম (১৩), আভান (১৪), প্রিঞ্চ (১৫), নীতেশ (১৪) এবং আরিয়ান (১৩) নামের পাঁচ নাবালক নেপালের ঝাপা বাবুগঞ্জ থেকে নিখোঁজ হয়েছে।
এবং তারা হাওড়াগামী যেকোনও ট্রেনে করে হাওড়ার দিকে আসছে। এই তথ্য পেয়েই হাওড়া জিআরপি’র আইসি সিদ্ধার্থ রায় ডিউটি অফিসার ও ফোর্সকে বিষয়টি অবহিত করেন। এই তথ্য পেয়েই হাওড়া জিআরপি হাওড়ার ট্রেনেগুলোতে নজর রাখে। পরে ১৮ নং প্ল্যাটফর্মে ডাউন কামরূপ এক্সপ্রেস থেকে নিখোঁজ ওই পাঁচ নাবালককে উদ্ধার করা হয়। এদের পরিবার ও আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে।