কলকাতা, ৯ জুলাই:- রাজ্যে করোনা সংক্রমণ ফের বাড়লেও এখনই স্কুল বন্ধ করার কোনও পরিকল্পনা সরকারের নেই বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। তিনি বলেন, করোনা বিধি অক্ষরে অক্ষরে পালন করে স্কুল গুলিতে পঠন পাঠন চালানোর জন্য ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে।
তবে স্কুলগুলিতে আলাদা ভাবে বিধিনিষেধ আরোপ করার কোনও নির্দেশ স্বাস্থ্য দফতর এখনও দেয়নি। স্বাস্থ্য দফতর যদি কোনও নির্দেশিকা দেয়, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।