কলকাতা, ২৯ জুন:- রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস বা পিএসি’র চেয়ারম্যান পদে মুকুল রায়ের ইস্তফার পরে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে সেই পদে মনোনিত করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।তবে মুকুলবাবুর পর কৃষ্ণ কল্যাণী যাতে কোনও ভাবেই এই কমিটির চেয়ারম্যান হতে না পারেন তার জন্য ফের কোমর বেঁধে নামছে বিজেপি। সূত্রের খবর আদালতে মামলা ঠোকার প্রস্তুতি নিচ্ছেন শুভেন্দু অধিকারী।অথচ দেশের সংবিধানে নির্দিষ্ট করে কোথাও বলা নেই যে বিরোধী শিবিরের বিধায়ককেই লোকসভা বা বিধানসভায় পিএসি চেয়ারম্যান পদ ছেড়ে দিতে হবে।
এমনকি এটাও কোথাও বলা হয়নি যে এই পদ শাসক দল নিজেদের কাউকে দিতে পারবে না। দেশে লোকসভায় বা বিভিন্ন রাজ্যের বিধানসভায় পিএসি’র চেয়ারম্যান পদে বিরোধী দলের সাংসদ বা বিধায়ককেই বসানো হয়। কার্যত শাসক দল সেই পদ ছেড়ে দেয় বিরোধী পক্ষকে। বিরোধী পক্ষই ঠিক করে কে চেয়ারম্যান হবে। যদিও সেই নিয়োগ হয় লোকসভা বা বিধানসভার স্পিকারের মাধ্যমে।এদিকে মানসিক ভাবে বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হলেও কৃষ্ণ কল্যাণী এখন তাদেরই বিধায়ক। ফলে মুকুল রায়ের যায়গায় তাঁর পিএসি চেয়ারম্যান হতে আইনি বা নাতিগত কোনও বাধাই নেই বলে অভিমত ওয়াকিবহাল মহলের।