কলকাতা, ২৭ জুন:- আসন্ন অমরনাথ যাত্রায় রাজ্য থেকে যাওয়া তীর্থযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগে ভাগেই জম্মু কাশ্মীরে চিকিতসক দল পাঠালো রাজ্য সরকার। করনার কারণে দুবছর বন্ধ থাকার পর ফের এবার শুর হচ্ছে অমরনাথ যাত্রা। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া যাত্রায় অমরনাথ দর্শনে সামিল হবেন এরাজ্যের বহু পুণ্যার্থী। দুর্গম পথ ও প্রতিকূল আবহাওয়ার কারণে প্রতিবছর অমর অমরনাথ যাত্রায় বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন।
সেকারণে ইতিমধ্যেই সেখানে তিনটি চিকিৎসক দল পাঠিয়ে দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। এক একটি দলে হৃদরোগ, অস্থিরোগের মত ৬ টি বিষয়ের বিশেষজ্ঞ চিকিতসক সহ মোট ২৬ জন চিকিতসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। জম্মু কাশ্মীর সরকারের সহায়তায় চিকিতসক দলগুলি ইতিমধ্যেই সেখানে শিবির করে পরিষেবা দেওয়ার কাজ শুরু করেছে। উল্লেখ্য করনার জন্য দুই বছর বন্ধ থাকার পরে আগামী বৃহস্পতিবার থেকে এইবছর অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে। চলবে ১১ আগষ্ট পর্যন্ত।