কলকাতা, ২৩ জুন:- মুখ্যমন্ত্রী রাজ্য পুলিসের আধিকারিকদের কল্যাণে ওয়েলফেয়ার ফোরাম তৈরির কথা ঘোষণা করেছেন। এই ফোরামে পশ্চিমবঙ্গে ক্যাডারের ৮৫ জন আইপিএস অফিসারও থাকবেন বলে তিনি জানান।বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজি এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি রাজ্য পুলিশে নতুন করে নিয়োগ, পদোন্নতি, ভাতাবৃদ্ধিতে একাধিক সুবিধার কথা ঘোষণা করেন।মুখ্যমন্ত্রী বলেন বাংলার পুলিশকে কর্মদক্ষতার স্বীকৃতি দেওয়া হলো। আরও দেওয়া হবে। পুলিশের যে ফোরাম গঠন করা হলো, তা দেখে অন্য রাজ্যও অনুপ্রাণিত হবে। এদিনই ৬ জন ডিএসপি পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হলেন। এবং ৬ জন প্রোমোটি আইপিএসকে অ্যাডিশনাল এসপি থেকে এসপি করা হয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, যেহেতু প্রশাসনিক কাজের পরিসরের বহর বেড়েছে, পুলিশ জেলা বাড়ানো হয়েছে সে কারণে আরও ২০০ ডব্লিউবিসিএস এবং ২০০ ডব্লিউবিপিএস নিয়োগ করা হবে।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, “ইংরেজ আমল থেকে চলে আসা একটা পাথরকে আমরা ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম।” পুলিশের পদোন্নতি যাতে মসৃণ ভাবে হয় সে ব্যাপারেও এদিন ফর্মুলা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা জানিয়েছেন, চাকরিতে যোগ দেওয়ার আট, ষোল এবং পঁচিশ বছরের মাথায় পদোন্নতি ও বেতনবৃদ্ধি হবে। এ ব্যাপারে সরকারি প্রক্রিয়া করতে যাতে ঢিলেমি না হয় তা নিয়ে এদিন সতর্ক করে দিয়েছেন মমতা। তাঁর নির্দেশ, এর জন্য ডব্লিউবিসিএস ও ডব্লিউবিপিএসদের জন্য আলাদা আলাদা সেল থাকবে। যাতে কাজে জটিলতা না হয়। মাস কয়েক আগে টাউন হলে ডব্লিউবিসিএস অফিসারদের সভায় মুখ্যমন্ত্রী বেতন কাঠামোয় বদল আনার ঘোষণা করেছিলেন। আইএএস অফিসারদের সঙ্গে ডব্লিউবিসিএস অফিসারদের সামঞ্জস্য আনার লক্ষ্যেই সেই ঘোশণা করেছিলেন মুখ্যমন্ত্রী।পুলিশের ক্ষেত্রেও এদিন তেমনটাই করলেন।