হাওড়া, ১ জুন:- কেকে যে আর নেই একথা যেন বিশ্বাসই হচ্ছে না মঙ্গলবারের অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকা হাওড়ার সুদীপ্ত আর শিল্পী মিত্রের। শিল্পীর কথায়, গতকালই অনুষ্ঠান সঞ্চালনা করতে গিয়ে প্রথম কেকে-র সঙ্গে আলাপ হয়। এখন মনে হচ্ছে এই আলাপটা বোধ হয় না হলেই ভালো হতো। এইরকম একটা দুরন্ত পারফরমেন্সের পর এই ঘটনা ভাবা যায়না। অনুষ্ঠানের অন্যতম সঞ্চালক সুদীপ্ত জানান, এই অনুষ্ঠান ঘিরে অনেক দিন ধরেই একটা উন্মাদনা ছিল। প্রবল ভিড় হয়েছিল। তবে,
কেকে গান গাইতে গাইতে বারবার ঘাম মুছছিলেন। প্রতিটি গান গাওয়ার পর জল খাচ্ছিলেন। অনুষ্ঠান শুরুর আগে গ্রিনরুমে অনেকক্ষণ তাঁদের সঙ্গে কথাও হয় কেকে-র। পরে মঞ্চে তাঁরা যখন দাঁড়িয়ে ছিলেন, তখন সুদীপ্ত ও শিল্পীকে চেয়ারও এগিয়ে দেন কেকে বসার জন্য। সব ঘটনাই আজ যেন শুধুই স্মৃতি। শিল্পীর কথায়, কলকাতা শহর এমন একটা ঘটনার সাক্ষী থেকে গেল সেটা মনে হয় না হলেই ভালো হত।