হুগলি, ১৪ মে:- কয়েক দিন ধরে চুরি হচ্ছিল রাস্তার ধারে পরে থাকা জলের পাইপ। সিসিটিভি দেখে গত বুধবার এনিয়ে থানায় অভিযোগও করে পুরসভা। আজ আবার পাইপ চুরি করতে এসে হাতে নাতে ধরা পরে গেল পাঁচজন। জল প্রকল্পের কয়েক লক্ষ টাকার পাইপ চুরির ঘটনায় চাঞ্চল্য কোন্নগর জোড়াপুকুর এলাকায়। এদিন সাত সকালেই চুরি করতে এসে হাতে নাতে ধরা পরে পাঁচ চোর, আটক করা হয় পাইপ বোঝাই লড়ি। ঘটনাস্থলে উপস্থিত এসিপি আলি রাজা সহ কোন্নগর ফাঁড়ির পুলিশ। স্থানীয় সুত্রে জানা গেছে, কোন্নগর শহরজুড়ে পানীয় জলের পাইপ লাইন বসানোর কাজ চলছে বেশ কিছুদিন ধরে। যার ফলে ২৫ লক্ষ টাকার বেশি জলের পাইপ রাখা ছিল জোড়াপুকুর এলাকায়। সেখান থেকেই গত কয়েকদিন ধরে এই পাইপ গুলো ভোর বেলায় চুরি হয়ে যাচ্ছিল।
শহরের মধ্যে লরি করে পাইপ তোলা হচ্ছে দেখে অনেকেই ভেবেছিলেন হয়ত পুরসভার ঠিকাদারই কাজ করছে। কিন্তু বিষয়টি পুরসভার কানে যেতেই বোঝা যায় আসল ঘটনা। আজ একটি লরিতে পাইপ তুলতে দেখে পুরসভার এক কর্মির সন্দেহ হওয়ায় গাড়িটিকে আটক করা হয়। পৌরসভার কর্মীরা গিয়ে হাতে নাতে ধরে ফেলে পাঁচজনকে।ওই এলাকাতেই প্রাতঃভ্রমণ করেন চন্দননগর পুলিশের এসিপি-৩ আলি রাজা। তিনি ঘটনাস্থলে পৌঁছে কোন্নগর ফাঁরির পুলিশকে ডাকেন। চুরির পাইপ কোথায় বিক্রি হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস জানান, পানীয় জলের লাইনের জন্য পুরসভার নিজস্ব ফান্ড থেকে পাইপ কেনা হয়েছিল। সেগুলোই চুরি হয়ে যাচ্ছিল। আজ গাড়ির চালক সহ পাঁচজনকে ধরা হয়।