কলকাতা, ১২ মে:- আমূল সংস্কারের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কলকাতার ঐতিহাসিক টাউনহলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই উপলক্ষে সেখানে আয়োজিত এক অনুষ্ঠানে,রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করে তিনি টাউন হল নতুন করে রাজ্যের মানুষের জন্য উৎসর্গ করেছেন। পুরো ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশীষ কুমার সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
২০১৬ সালে আইআইটি রুরকির বিশেষজ্ঞদের পরামর্শ মেনে পূর্ত দপ্তর টাউন হল সংস্কারের কাজ শুরু করে। বাইরের কাঠামোতে পরিবর্তন না করে এই ভবনটিকে সম্পূর্ণ সংস্কার করা হয়েছে। সেদিকে ভূমিকম্প প্রতিরোধক হিসেবে গড়ে তোলা হয়েছে।একইসঙ্গে নতুন করে সাজানো হয়েছে টাউনহলের সংগ্রহশালা। ২০২০ সালে সংস্কারের কাজ শেষ হলেও করোনার কারণে উদ্বোধন অনুষ্ঠান আটকে ছিল।