হাওড়া, ১০ মে:- অবিলম্বে জুটমিল খোলার দাবিতে হাওড়া মিলের শ্রমিকদের বিক্ষোভ সভা মিলের গেটের সামনে। পরে হয় পথ অবরোধ। অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় শ্রমিকরা। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি মিলে সাসপেনসন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে মিল বন্ধ করে কর্তৃপক্ষ। কারণ হিসেবে দেখানো হয় বিদ্যুতের বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে তাই মিল বন্ধ।
‘তারপর থেকে প্রায় ২৬০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। শ্রমিকদের অভিযোগ, বারংবার কর্তৃপক্ষের কাছে দরবার করেও সুরাহা হয়নি। তাই মঙ্গলবার সকালে তাঁরা পথ অবরোধে যেতে বাধ্য হন। দ্রুত মিল খোলার ব্যবস্থা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানিয়েছেনন শ্রমিকরা। উল্লেখ্য, এদিন বিসিএমইউ, বিএমএস যৌথভাবে এই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করে।