তরুণ মুখোপাধ্যায়,৬ মার্চ:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নভেল করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে রাজ্যবাসীকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এই রোগের সংক্রমণ থেকে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বলে ও তিনি জানিয়েছেন। দেশে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী আজ নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হন । রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের পাশাপাশি, রেল , কোল ইন্ডিয়া, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক, জাহাজ মন্ত্রকের মত বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রী জেলাগুলির জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গেও কথা বলেন। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, এখনও এরাজ্যে করোনা সংক্রমণের কোন ঘটনা ঘটেনি। আগামী দিনেও যাতে রাজ্য বাসী সুরক্ষিত থাকেন সেজন্য প্রশাসনের সব বিভাগকে করোনা প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কেন্দ্রীয় সরকারের জারি করা নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করতে বলা হয়েছে।
কলকাতার পাশাপাশি জেলা গুলিতেও করোনা মোকাবিলার পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। সীমান্ত ঘেঁষা এলাকাগুলিতে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে।বাংলাদেশ , ভুটান নেপাল থেকে সীমান্ত পার থেকে আসা মানুষের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।এ মানুষের মধ্যে সচেতনতা প্রচারের ওপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কেন্দ্রীয় সংস্থাগুলিও রাজ্য সরকারের সঙ্গে যৌথ ভাবে এই কর্মসূচিতে সামিল হবে। অন্যদিকে করোনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ওষুধ, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারের মত বিভিন্ন সামগ্রীর কালোবাজারি রুখতে ও মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন।কালোবাজারি রুখতে তিনি পুলিশ কে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ওষুধ ও সরঞ্জামের যোগান স্বাভাবিক রাখতে তিনি কেন্দ্রীয় সরকারের কাছেও আবেদন জানান। বিষয় টি নিয়ে কেন্দ্রকে চিঠিও লিখবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন করোনা প্রতিরোধ নিয়ে ২৪ ঘন্টার একটি হেল্পলাইন চালু করা হয়েছে। এর নম্বর হল1800313444222। এছাড়া রাজ্য সরকার ও একটি হেল্পলাইন চালু করেছে। তার নম্বর 033 23412600। রাজ্যের স্বাস্থ্য দপ্তর ও প্রত্যেকদিন করোনা নিয়ে বুলেটিন প্রকাশ করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।Related Articles
রাজনৈতিক চালে সরু মোটা চাল নিয়ে চালবাজদের চালাকিতে, চুলাচুলি উপভোক্তাদের ।
নদীয়া,২ মে:- ব্যাংক বাজার রেশন মূলত এই তিন জায়গা বাদে লকডাউন সফল। সকালে প্রাতরাশ সারার আগেই পরিবারের দুজন কনিষ্ঠসদস্য হাজির রেশন দোকানে, অন্যজন ব্যাংকের লাইনে লাইন দোরগোড়ায় এলে পরিবারের প্রধান হাজির, এভাবেই চলছে খাদ্য সংগ্রহ। প্রয়োজন থাকুক আর নাই থাকুক খাদ্য মজুদ রাখতে হবে ঘরে তাই এতদিন যারা রেশন তুলতেন না,তারাও বাড়ির কাজের মাসিকে […]
হ্যাম রেডিও’র উদ্যোগে ঘরে ফিরলেন সোনারপুরের আকাশ।
হাওড়া, ১૧ মার্চ:- মাঝে কেটে গেছে কয়েকটা বছর। মিশনারীজ অব চ্যারিটি এবং হ্যাম রেডিও’র উদ্যোগে অবশেষে ঘরে ফিরলেন সোনারপুরের আকাশ। মিশনারীজ অব চ্যারিটির সিস্টারদের তৎপরতায় পার্ক স্ট্রিটে রাস্তার ধার থেকে প্রায় শীর্ণকায় অবস্থায় উদ্ধারের পর লিলুয়ার হোমে রেখে সম্পূর্ণ সুস্থ করে তোলা হয় ছয় বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়া প্রায় মানসিক ভারসাম্যহীন আকাশকে। […]
আজ গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠ দর্শনের জন্য ভক্ত দর্শনার্থীরা অতিরিক্ত সময় পাবেন।
হাওড়া , ৪ জুলাই:- আজ রবিবার গুরুপূর্ণিমা উপলক্ষে ভক্ত ও দর্শনার্থীরা বেলুড় মঠ দর্শনের জন্য অতিরিক্ত সময় পাবেন। মঠ সূত্রে এক নির্দেশিকায় একথা জানানো হয়েছে। সকালে ৮ টা থেকে ১১টা এবং বিকেল ৪ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আজ বেলুড় মঠ দর্শন করা যাবে। তবে পূর্ব নির্দেশিকা মোতাবেক এদিনও প্রেসিডেন্ট মহারাজের দর্শন বা প্রণাম […]