এই মুহূর্তে জেলা

রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার ১২৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান হচ্ছে বেলুড় মঠে।

হাওড়া, ১ মে:- রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার ১২৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান হচ্ছে বেলুড় মঠে। আজ এই উদ্বোধনী অনুষ্ঠান হবে। তবে ভক্ত সম্মেলনে যোগ দেওয়ার জন্য বেলুড় মঠ থেকে ভক্তদের জন্য প্রবেশপত্রের ব্যবস্থা করা হয়েছে। তবে উদ্বোধনী অনুষ্ঠানে সকলেই আসতে পারবেন বলে মঠ সূত্রে জানানো হয়েছে। গতকাল প্রবল দুর্যোগের মধ্যেও বেলুড় মঠের তরফ থেকে এই অনুষ্ঠানের জন্য সমস্ত আয়োজন সম্পন্ন করা হয়। আজ সকাল থেকেই বেলুড় মঠে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। প্রত্যেকেই এই অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকে হাজির হয়েছেন।