এই মুহূর্তে কলকাতা

মাছের সংখ্যা বৃদ্ধিতে দুমাস সমুদ্রে মৎস্য শিকার বন্ধের বিজ্ঞপ্তি জারি।

কলকাতা, ১৪ এপ্রিল:- প্রজনন হার বাড়িয়ে মাছের সংখ্যা বৃদ্ধি করতে রাজ্যের মৎস্য দফতর সমুদ্রে মৎস্য শিকারে দুমাসের নিষেধাজ্ঞা জারি করেছে। আগামীকাল, ১৫ এপ্রিল থেকে ১৪ জুন– এই ৬১ দিন সমুদ্রে সব ধরণের মৎস্য শিকার বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। ওই সময়ের জন্য পশ্চিমবঙ্গ সংলগ্ন সমুদ্রে ১২ নটিক্যাল মাইল প্রায়, ২২.২২ কিমি পর্যন্ত মৎস্য শিকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ে কোনও ট্রলার, নৌকা বা ডিঙি সমুদ্রে নামানো যাবে না। মৎস্য সম্পদের যথাযথ সংরক্ষণ, প্রজনন এবং মৎস্যভাণ্ডারের উন্নতির জন্য এই আদেশ বলে মৎস্য দফতর জানিয়েছে।