দ:২৪পরগনা,৪ মার্চ:- দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাট থানার বাহিরচক এলাকায় মুকুন্দ মন্ডলের জমিদারবাড়ি ভাঙতে গিয়ে মাটির তলা থেকে একটি লোহার সিন্দুক পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা যায় মুকুন্দ মন্ডল মারা যাওয়ার পর শরিকরা জায়গা জমি ভাগ করে নেয়। তারা পুরাতন ঘর রেখে যে যার ডায়মন্ড হারবার, জয়নগর মেদিনীপুরে গিয়ে বসবাস করতে থাকে, এক শরিক ভীম মন্ডল এখানে থাকে যায়। শেয়ারের লোকজন তাদের পুরনো বাড়ির ইট জিনিসপত্রগুলো বিক্রয় করে দেয়। আজ ওই বাড়ি ক্রয় করা মানুষজন ভাঙতে আসে। ইটের দেয়াল ভাঙ্গার পর মাটির তলায় একটি সিন্দুক দেখতে পায়। তবে সঙ্গে সঙ্গে তারা সিন্দুকটি ভেঙে ভিতরে থাকা পয়সা ঠাকুরের মূর্তি বার করে নেয় বলে অভিযোগ। খবর যায় ঢোলাহাট থানায়। থানার আধিকারিক এসে ভাঙ্গা সিন্দুক এবং বেশকিছু কয়েন উদ্ধার করে থানায় নিয়ে যায়। ইতিমধ্যে অন্যান্য শিয়াদের খবর দেয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে তবে এই সিন্দুকের ভেতর কি ঠাকুর কত পুরনো দিনের কয়েন ছিল তা জানা যায়নি এমনকি মূর্তিটি উদ্ধার করা যায়নি বলে জানা গিয়েছে।