সুদীপ দাস, ৫ এপ্রিল:- চলতি মাসের তিন তারিখ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের পার্টি অফিসে বসেছিলেন স্থানীয় বাসিন্দা তথা সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটুর জেলা সদস্য গোপাল শুক্লা। দলীয় কার্যালয়ে বসে তিনি ফেসবুক ঘাটছিলেন। হঠাৎ করেই ফেসবুক ম্যাসেঞ্জারে একটি ভিডিও কল আসে। কলটি রিসিভ করতেই কয়েক সেকেন্ডের অশ্লীল ভিডিও মোবাইলে ভেসে ওঠে। কয়েক সেকেন্ড পর ভিডিও কল কেটে যায়। এরপরই গোপালবাবুর ম্যাসেঞ্জারে একটি ছবি পাঠানো হয়। যেই ছবিটি ছিলো গোপালবাবুর নিজের। কিছুক্ষনের মধ্যেই গোপালবাবুর ছবি এডিট করে অন্য নারীর সাথে জুড়ে দেওয়া হয়েছে।
সঙ্গে চ্যাটের মাধ্যমে চলে ব্ল্যাক মেলিং। গোপালবাবুকে টেক্সট মেসেজে জানানো হয় দাবী মত টাকা না দিলে ওই ছবি ভাইরাল করে দেওয়া হবে। যা পৌছে যাবে গোপালবাবুর বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপ এবং ফেসবুক বন্ধুদের কাছে। এটি যে একটি প্রতারনা চক্র তা বুঝতে আর দেরী হয়নি গোপাল শুক্লার। তিনি সোমবার এ বিষয়ে চন্দননগর থানা ও চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন। গোপালবাবুর বক্তব্য এখন সর্বত্র স্মার্ট ফোনের ব্যাবহার। তাই এই ফোন কিভাবে ব্যাবহার করতে হবে সেবিষয়ে আরও সচেতনতার জরুরি আছে।