এই মুহূর্তে জেলা

দিল্লি-হিংসার প্রতিবাদে হাওড়ায় তৃণমূলের প্রতিবাদ ধিক্কার মিছিল।

 

হাওড়া,৪ মার্চ:-  দিল্লি-হিংসার প্রতিবাদে হাওড়ায় পথে নামল তৃণমূল। বুধবার বিকেলে শিবপুর ট্রামডিপো থেকে মধ্য হাওড়া তৃণমূলের উদ্যোগে এক ধিক্কার প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। মিছিলের নেতৃত্ব দেন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি মন্ত্রী অরূপ রায়। ওই মিছিল হাওড়া ময়দান মেট্রো চ্যানেলে এসে শেষ হয়। মিছিলে অংশ নেন সুপ্রীতি চট্টোপাধ্যায়, সৃষ্টিধর ঘোষ, শ্যামল মিত্র, সুশোভন চট্টোপাধ্যায়, অয়ন বন্দ্যোপাধ্যায় সহ জেলার নেতৃবৃন্দ। এদিন অরূপ রায় বলেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়ে আজকে এই ধিক্কার প্রতিবাদ মিছিল হচ্ছে। প্রতিটি জেলার প্রতিটি ব্লকেই মিছিল হচ্ছে। দিল্লিতে যে বর্বরোচিত গণহত্যা হয়েছে তাতে ইতিমধ্যেই ৫৩ জন নিরীহ মানুষ মারা গেছেন।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                         কত মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। এই নারকীয় গণহত্যার ঘটনায় কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ নিশ্চুপ। তাদের কোনো ভূমিকা নিতে দেখা যাচ্ছে না। সেই কারণেই আজকে এই ধিক্কার প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। মধ্য হাওড়ায় শিবপুর ট্রাম ডিপো থেকে হাওড়া ময়দান মেট্রো চ্যানেল এই মিছিল হচ্ছে। আমরা চাই দিল্লির এই হিংসার ঘটনা অবিলম্বে দোষীদের গ্রেফতার এবং শাস্তি দেওয়া হোক। এরাজ্যে হিংসা প্রসঙ্গে রাজ্যপালের মন্তব্য নিয়ে এদিন মন্ত্রী অরূপ রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজ্যপালের মন্তব্য নিয়ে আমি কিছু বলবো না। তবে স্বাধীনতার পর দিল্লির মতো এতবড় নারকীয় গণহত্যার ঘটনা ভারতবর্ষে ঘটেনি।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.