হাওড়া,৪ মার্চ:- কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর দিল্লির আবাসনে হামলার ঘটনায় বিক্ষোভ হল হাওড়াতেও। মঙ্গলবার বিকেলে দিল্লিতে হুমায়ুন রোডে অধীরবাবুর বাংলো সংলগ্ন দফতরে হামলা চালায় দুষ্কৃতীরা। দফতরের কর্মীদের মারধর এবং নথিপত্র নষ্ট করার অভিযোগ ওঠে হামলাকারীদের বিরুদ্ধে। এরই প্রতিবাদে নিরাপত্তার প্রশ্ন তুলে দেশজুড়ে বিক্ষোভে নেমে পড়েন কংগ্রেস কর্মীরা। বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ হাওড়াতেও বিক্ষোভ হয়। হাওড়া জেলা কংগ্রেস প্রচার কমিটির চেয়ারম্যান পলাশ ভান্ডারির নেতৃত্বে শ’খানেক কংগ্রেস কর্মী হাওড়া ময়দান বঙ্গবাসী মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পরীক্ষার মরসুমে বিক্ষোভকারীরা মাইক ব্যবহার করেনি বলে পুলিশ জানিয়েছে। তবে বিক্ষোভকারীরা রাস্তায় বসে পড়ে শ্লোগান দিতে শুরু করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে শ্লোগান দেন। তাঁদের অভিযোগ, যেখানে অধীরবাবু লোকসভার বিরোধী দলনেতা এবং তাঁর পদমর্যাদা কেন্দ্রীয় মন্ত্রীর সমতুল সেখানে খাস রাজধানীতে দিল্লির বুকে তাঁর বাড়ির দফতরে লোকজন গিয়ে কিভাবে এই হামলা চালিয়ে গেল ? কংগ্রেসের দাবি, দিল্লি-হিংসার প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে যেহেতু অধীরবাবু সংসদে সরব হয়েছেন তাই এই পরিকল্পিত হামলা চালনা হয়েছে। এদিন মিনিট দশেক অবরোধ চলার পর পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এনিয়ে আগামী দিন বড়সড় আন্দোলনের হুমকি দিয়েছেন কংগ্রেস কর্মীরা।