উঃ২৪পরগনা, ১৩ মার্চ:- পানিহাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্ত লক্ষ্য করে অটোতে এসে ২ জন দুষ্কৃতী গুলি চালায় এবং সামনে থেকে গুলি চালায় একটি গুলি মাথায় লাগে মৃত্যু হয় কাউন্সিলরের।
সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে বেলঘড়িয়া একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে পৌঁছায় ব্যারাকপুর পুলিশ কমিশনার। কাউন্সিলর খুনে রাস্তা অবরোধ করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা।