হুগলি , ১২ মার্চ:- সূর্যদেব সবে মাত্র অস্তাচলে। হঠাৎ গঙ্গার ঘাটে হুড়োহুড়ি। একটা ঘাট ছেড়ে পাশের ঘাট। পাশের ঘাট ছেড়ে তারপাশের ঘাট। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা নামলেও গঙ্গার ঘাটে ঘাটে হঠাৎ ভীড় পুরুষ মহিলাদের। কেউ হাঁটু জলে নেমে পড়েছেন কেউ আবার খালি গায়ে কোমর পর্যন্ত ডুবিয়ে হাতড়ে বেড়াচ্ছেন জলের নীচে। কি হচ্ছে পাড়ে দাঁড়িয়ে কেউ বুঝে উঠতে পারছেন না। তবে সময় যত গড়াচ্ছে ভীড় বাড়ছে গঙ্গার একাধিক ঘাটে।
হুগলীর শেওড়াফুলি ফেরি ঘাট সংলগ্ন আদ্যি ঘাট, কালিবাড়ির ঘাট সহ পাশ্বর্বতী ঘাটে। হঠাৎ গঙ্গার ঘাটে ঝাঁক ঝাঁক গলদা চিংড়ি হাজির। আর তা ধরতেই হুড়োহুড়ি। কেউ পলিথিনে, কেউ ব্যাগে কেউ আবার সিমেন্ট এর বস্তা নিয়ে এসে ভর্তি করছেন গলদা চিংড়িতে। যথেষ্ট বড়বড় আকার। বাজারে যার দাম কিলো প্রতি ৩০০ টাকার ও বেশী। সেই গলদা চিংড়ি হাজির গঙ্গার ঘাটে ঘাটে ঝাঁক ঝাঁক। প্রায় ৪০ মিনিট ধরে চললো গলদা চিংড়ি ধরার পর্ব। কেউ ২ কেজি, কেউ ৪ কেজি কেউ আবার ৭-৮ কেজিও ধরতে পেরেছেন
লম্বা দাঁড়ার গলদা চিংড়ি। যারা পাননি তারা পাড়ে দাঁড়িয়ে আফসোস করলেন। তবে যারা ধরতে পারলেন তাদের মুখে পরিতৃপ্তির হাসি। শনিবার সন্ধ্যায় জমজমাট গলদা চিংড়ি পর্ব শেওড়াফুলিতে। এর আগে একবার কচ্ছপ, আবার অনান্য মাছ ও পাওয়া গিয়েছিল হঠাৎ প্রচুর পরিমাণে বলছেন স্থানীয়রা। জোয়ার আসার পর অবশেষে সাঙ্গ হল গলদা চিংড়ি ধরার পালা। মা গঙ্গাকে প্রণাম জানিয়ে ব্যাগ ভর্তি গলদা চিংড়ি নিয়ে বাড়ি ফিরলেন বহুজন শনিবারের সন্ধ্যাবেলায়।