এই মুহূর্তে জেলা

শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৫তম জন্মমহোৎসব সাড়ম্বরে পালিত হচ্ছে হাওড়ার বেলুড় রামকৃষ্ণ মঠে।

 

হাওড়া,১ মার্চ:-  ভগবান শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৫ তম জন্মমহোৎসব সাড়ম্বরে পালিত হচ্ছে হাওড়ার বেলুড় রামকৃষ্ণ মঠে। এই উপলক্ষে রবিবার সকাল থেকে বেলুড় মঠে কয়েক হাজার ভক্তের সমাগম ঘটেছে। ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মতিথি উৎসবের সমাপ্তি অনুষ্ঠান “সাধারণ” উৎসব হিসেবেই এদিন সাড়ম্বরে পালিত হচ্ছে বেলুড় মঠে। বছরের এই একটি দিন অর্থাৎ সাধারণ উৎসবের দিন ছোট বড় ব্যবসায়ীরা তাদের নানান পসরা নিয়ে মঠের ভিতরে বসেন। সাধারণের সাহায্যের মধ্যে দিয়েই ঠাকুরের উৎসব পালন করার প্রথা মেনেই চলে আসছে এই উৎসব। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি বেলুড়মঠে শ্রীশ্রীরামকৃষ্ণদেবের ১৮৫তম জন্মতিথি অনুষ্ঠান পালিত হয়। বেলুড় মঠের রীতি অনুযায়ী আজ পালিত হচ্ছে ঠাকুরের জন্ম-মহোৎসব। স্বামী বিবেকানন্দের সময়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান আকর্ষন হলো মেলা বা মানুষের মিলনক্ষেত্র। দূর-দুরান্ত থেকে এসেছেন ভক্ত ও সাধারণ মানুষ। নানা রকম পসরা নিয়ে বসেছেন দোকানিরা। সারা দিন ধরে চলবে বিকিকিনি। মূল মন্দিরের পাশে নির্মিত অস্থায়ী মণ্ডপে সকাল আটটা থেকে শুরু হয়েছে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.