কলকাতা, ২০ ফেব্রুয়ারি:- আরও ৭ হাজার পড়ুয়ার হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেবে রাজ্য সরকার। আগামী বৃহস্পতিবার কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে নতুন প্রাপকদের হাতে ক্রেডিট কার্ড তুলে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী নিজের বেশকিছু পড়ুয়ার হাতে কার্ড তুলে দেবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত ২ জানুয়ারি এই বণ্টন কর্মসূচি গ্রহণ করা হলেও সেই সময় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তা বাতিল করতে হয়েছিল।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে এখনও পর্যন্ত এই কার্ডের জন্য ১ লক্ষ ১৭ হাজার আবেদন জমা পড়েছে। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় সর্বাধিক ২৩ হাজারের বেশি আবেদন মঞ্জুর হয়েছে। ১৬০০-র বেশি আবেদন মঞ্জুর হয়েছে উত্তর ২৪ পরগনায়। এখনও পর্যন্ত বাতিল হয়েছে ১০ হাজারের বেশি আবেদন। অন্যদিকে এপর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ১৫ হাজার পড়ুয়ার উচ্চশিক্ষার জন্য ঋণের আবেদন মঞ্জুর করেছে। মোট ঋণের পরিমাণ ৪৫৪ কোটির বেশি। ব্যাঙ্কের অনুমোদনের অপেক্ষায় রয়েছে ৩৯ হাজারের বেশি আবেদন।







