প্রদীপ সাঁতরা,২৯ ফেব্রুয়ারি:- মমতা বন্দ্যোপাধ্যায় চুপিচুপি কথা বলতেই অমিত শাহের কাছে গেছেন। উড়িষ্যায় অমিত শাহের সঙ্গে মমতার বৈঠক নিয়ে এই ভাষাতেই কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন অমিত শাহের সঙ্গে কিকথা হয়েছে তা কেউ জানেন না। চুপিচুপি দুজন কী নিয়ে আলোচনা হয়েছে তাও কিছু শুনতে পাওয়া যায়নি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী নিয়ে কথা বলেছেন তা বোঝা যাচ্ছে না বলেও জানান তিনি। উল্টে যাদবপুরের সিপিএম বিধায়ক বিজেপি ও তৃণমূলের বোঝাপড়া নিয়ে শুক্রবার কলকাতার রামলীলা ময়দানে প্রশ্ন তুললেন। তিনি বলেন দিল্লিতে গোষ্ঠী সংঘর্ষ হয়েছে। আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম কলতাতায় সভা করতে আসছেন। কেন্দ্র ও রাজ্য দুজনেই দুজনকে বিশ্বাস করে। তাই দিল্লির ঘটনার পর সোজা এরাজ্যে এসে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক সভা করছেন বলে জানান সুজন চক্রবর্তী।