হাওড়া, ১৪ ফেব্রুয়ারি:- বাংলায় নিরপেক্ষ নির্বাচন সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আগামী ২৭ ফেব্রুয়ারীর ভোট বন্ধ রাখার দাবি তুললো বিজেপি। নির্বাচনে প্রহসন ও সন্ত্রাসের প্রতিবাদে সোমবার দুপুরে হাওড়ায় বিজেপির তরফ থেকে এক প্রতিবাদ মিছিল বের করা হয়। সেখানেই দলের তরফ থেকে ওই দাবি তোলা হয়।
প্রসঙ্গতঃ চার পৌরসভা নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের লাগামহীন সন্ত্রাসের প্রতিবাদে এদিন রাজ্য বিজেপির নির্দেশে হাওড়া সদর বিজেপির উদ্যোগে জেলা অফিস থেকে ওই প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। মিছিল হাওড়ার জেলাশাসকের দপ্তরের সামনে আসার আগেই পুলিশ ব্যারিকেড করে বিজেপি কর্মী সমর্থকদের আটকে দেয়। সেখানেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এরপর বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করেন।