সুদীপ দাস , ৩১ জানুয়ারি:- সোমবার রাজ্যজুড়ে মরিচঝাঁপি দিবস পাল করেছে বিজেপি। এদিন হুগলীতে এসে মরিচঝাঁপিতে নিহতদের শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরই মরিচঝাঁপির তদন্ত না হওয়া নিয়ে রাজ্য সরকারের বিরোধীতা করেন শুভেন্দু। একই দিনে হুগলীর বলাগরে আদিবাসী কৃষ্টি ও সংস্কৃতি সংক্রান্ত একটি মেলায় এসে শুভেন্দুকে একহাত নেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি শুভেন্দুকে কটাক্ষ করে বলেন বিজেপিও আসবে না আর তদন্তও হবে না। তুই তো ছিলিস তাহলে তুই এতদিন কেন তদন্ত করিস নি। এতদিন তুই খেয়েছিস, তোর দাদা খেয়েছে, তোর বাবা খেয়েছে। অন্যদিকে সিঙ্গুরে টাটার জমিতে মাছের ভেড়ি নিয়ে সোমবার শুভেন্দুর করা মন্তব্য প্রসঙ্গ জিজ্ঞাসা করায় মদনবাবু বলেন শুভেন্দুকে নিয়ে আমরা কোন কথা বলিনা, শুভেন্দুকে নিয়ে পাড়ার চ্যাংড়া ছেলেরা আলোচনা করে। আমরা শুভেন্দুর লেবেলে পরিনা।
শের ভুখা মর যায়েগা, লেকিন চুহা নেহি খায়েগা। পাশাপাশি ট্যুইটার অ্যাকাউন্ট থেকে রাজ্যপালকে ব্লক করা নিয়ে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ান মদন। তিনি বলেন রাজ্যপালের পদের কোন দরকার নেই। ওই সাদা হাতির পয়সায় বেকার ছেলেদের চাকরি দিলে ভালো হয়। একটা দিন এমন আসবে যখন রাজ্যপাল কেন, রাষ্ট্রপতি কোন বিধান দিলেও সেটা মেনে নেওয়া যায় কিনা মানুষ চিন্তা করবে। কারন এটা লোকতন্ত্র, এটা ফ্যাসিস্ট কান্ট্রি নয়। এখানে গুন্ডামি করে মস্তানি করে চলে না। সবশেষে বলাগরে ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানো প্রসঙ্গে শালীনতার মাত্রা ছাড়ান মুখ্যমন্ত্রীর কাছে রঙীন ছেলের তকমা পাওয়া মদন মিত্র। তিনি বলেন তৃণমূল কি করবে? বিজেপির ঘরছাড়াদের প্রসঙ্গে মদন বলেন তৃণমূল কি নিজের ঘরে বৌ এর সামনে শুইয়ে দেবে, অতটা পারবো না। “বিজেপি চাইছে ওদের যারা ঘরে ঢুকতে পারছে না, তাঁদের তৃণমূলের বাড়িতে বৌ এর সঙ্গে শুইয়ে দিতে”।