গোঘাট, ৩১ জানুয়ারি:- সরস্বতী পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। চাহিদা নেই ঠাকুরের, দুশ্চিন্তায় হুগলি মৃতশিল্পীরা। করোনা ভাইরাসের অতি সক্রিয়তায় প্রায় ভেঙে পড়েছে দেশের সমস্ত কর্মক্ষেত্র। কাজ হারিয়েছে লক্ষ লক্ষ মানুষ, অভাব অনটনের জর্জরিত সাধারণ মানুষ। পাশাপাশি ক্ষুদ্র শিল্পের বেহালদশা আরো চরমে উঠেছে। মৃৎশিল্পের এবং শিল্পীদের ভয়ঙ্কর দৈন্য দশা প্রকাশ্যে এসেছে বারবার। আর মাত্র কয়েকটাদিন বাদেই সরস্বতী পুজো অথচ সেই ভাবে ঠাকুরের অর্ডার নেই এবং আগ্রহ নেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাধারণ মানুষের। চরম বিপাকে হুগলি জেলার মৃৎ শিল্পীরা। হুগলির মৃৎ শিল্প খুবই জনপ্রিয় এবং বিখ্যাতও বটে।
বিশেষ করে গোঘাটের কামারপুকুরের শিল্পীদের তৈরি সরস্বতী যেত গোঘাটের বিস্তৃর্ণ এলাকার স্কুল-কলেজ সহ গ্রামে গ্রামে কিন্তু এই দুই বছর করোনা আতঙ্কের জন্য সেই চেনা চিত্র সব বদলে গিয়েছে। মৃৎ শিল্পীদের দাবী,করোনা কালে তাদের সেই ব্যস্ততার ও সুখের দিনের পরিবর্তন হয়েছে। বর্তমান পরিস্থিতিতে তাদের পরিবার-পরিজন নিয়ে পেট চালানোই দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। অথচ ঠাকুর তৈরির সামগ্রীরের দাম আকাশ ছুঁয়েছে, যদিও পাঁচ থেকে দশটা সরস্বতী যাচ্ছে এদিক ওদিক কিন্তু তেমন কিছুই লাভ হচ্ছে না। আর তার প্রভাব পড়েছে সংসারে। এই করুণ পরিস্থিতির হাত থেকে মৃৎ-শিল্পীরা উত্তরণের পথ পেতে পারে যদি সরকারের কাছ থেকে কোনরকম সাহায্য সহযোগিতা পাওয়া যায়। এখন দেখার সরকার এই মৃৎশিল্পীদের আর্থিক সহায়তা করে কিনা।