ভুবনেস্বর,২৮ ফেব্রুয়ারি:- ‘অবিলম্বে রাজধানী দিল্লিতে শান্তি’ ফেরানোর জন্য সচেষ্ট হতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুবনেশ্বরে আন্তঃরাজ্য পরিষদের পূর্বাঞ্চলের বৈঠকে যোগ দেওয়ার পর শুক্রবার সাংবাদিক বৈঠকে একথা জানান মুখ্যমন্ত্রী। তবে এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে কিছু জানানো হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিতে মঙ্গলবার সন্ধ্যায় ভুবনেশ্বরে পৌঁছন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই বৈঠকে ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় পেট্রলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, ‘আগাম এজেন্ডায় ছিল না, এমন কিছু নিয়ে আলোচনা হয়নি।
সিএএ, এনআরসি, এনপিআর নিয়ে কোনও আলোচনা হয়নি।’ এছাড়াও রাজ্যের দাবি-দাওয়া নিয়েও সরব হন মমতা। বৈঠক শেষে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের জানান, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মানে যোগ দিয়েছিলাম। আমি শুধু রায়তা খেয়েছি।’ মুখ্যমন্ত্রীর সঙ্গেই বৈঠকে যোগ দিয়েছিলেন রাজ্যের অপর দুই মন্ত্রী অমিত মিত্র ও অরূপ বিশ্বাস। অপরদিকে, ভুবনেশ্বরের বৈঠকের পর রবিবার বিজেপি’র কর্মসূচিতে যোগ দিতে কলকাতায় আসছেন অমিত শাহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হওয়ার পর কলকাতার শহিদ মিনারের জনসভা থেকে শাহ কী বলেন, তা নিয়ে কৌতূহল শুরু হয়েছে রাজনৈতিক মহলে।Related Articles
মানুষকে সচেতন করতে বৈদ্যবাটির ১০ নম্বর ওয়ার্ডে সৌন্দর্যায়নের পাশাপাশি বসানো হলো গোপাল ভাঁড়ের মূর্তি।
তরুণ মুখোপাধ্যায় ,২২ সেপ্টেম্বর:- দীর্ঘদিন ধরে বাসিন্দাদের অভিযোগ ছিল শেওড়াফুলির জমিদার রোডের একটি ডাস্টবিনকে ঘিরে। পুরসভার পক্ষ থেকে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে পচনশীল এবং অপচনশীল বর্জ্য প্রতিদিন সকালে নিয়ে আসেন সাফাই কর্মীরা। তা সত্বেও কিছু অবিবেচক মানুষ দশ নম্বর ওয়ার্ডের জমিদার রোডের ওই ডাস্টবিনটাতে ময়লা ফেলে আসছিল, ফলে এলাকা জুড়ে পুঁথি গন্ধময় পরিবেশের সৃষ্টি হয়েছিল, […]
ইয়াস বিধ্যস্ত এলাকায় জল বাহিত রোগের প্রাদুর্ভাব কমাতে ভারত সেবাশ্রম সঙ্ঘের মেডিক্যাল ক্যাম্প।
কলকাতা, ২৪ জুন:- ঘুর্নীঝড় ইয়াস ও ভরা কোটালে সুন্দরবনের বিস্তির্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। এর ফলে হাজার হাজার দুর্গত মানুষকে শুকনো ও রান্নাকরা খাবার পৌঁছে দিতে এগিয়ে আসে ভারত সেবাশ্রম সঙ্ঘ। বর্তমান জল নেমে যাওয়ার পরে বিভিন্ন জল বাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই সুন্দরবনের বিভিন্ন এলাকায় এবার ভারত সেবাশ্রম সঙ্ঘের পক্ষ […]
ওয়েলিংটন জুটমিল খোলার দাবিতে জিটি রোড অবরোধ বাম শ্রমিক সংগঠনের
হুগলি , ৩০ মার্চ:- রিষড়া ওয়েলিংটন জুটমিল খোলার দাবিতে জিটি রোড অবরোধ করলো বাম শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা। দীর্ঘদিন ধরে জুটমিল বন্ধ সমস্যায় পড়ছে শ্রমিকদের পরিবার। তাই অবিলম্বে জুটমিল খোলার দাবিতে দীর্ঘক্ষণ অবরোধ করে বাম শ্রমিক সংগঠন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। Post Views: 295