এই মুহূর্তে জেলা

নাবালিকার বিয়ে রুখল পুলিশ।

হুগলি, ২৫ জানুয়ারি:- নাবালিকার বিয়ে বন্ধ করল পুলিশ। বর্ধমান জেলার মেমারির বাসিন্দা সাধন ক্ষেত্রপালের পুত্র আকাশ ক্ষেত্রপালের সংগে ভদ্রেশ্বর খলিসানি মনসা তলার বাসিন্দা সমর বাউরির কন্যা লক্ষ্মী বাউরির বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান বাড়ি ছিল লক্ষ্মীর বাড়িতে। লক্ষ্মীর বয়স ১৪.বিয়ের পিড়িতে বর কনে বসে নিয়ম পালন করছিল। নেমত্তন্ন অতিথিরা টেবিল চেয়ারে বসে ছিল খাওয়ার জন। একেবারে হই হই ব্যাপার।

নাবালিকার বিয়ে হচ্ছে এই খবর পেয়ে যায় ভদ্রেশ্বর থানার পুলিশ ও ডালসা। তারা দ্রুত ছুটে যায় মেয়ের বাড়িতে। নিয়ম বহির্ভূত বিয়ে হওয়ার জন্য এই বিয়ে বন্ধ করে দেয় পুলিশ। পাত্র জানায় এই নিয়ম জানা ছিল না। এ সম্পর্কে চন্দননগরের প্রাক্তন মেয়র রাম চক্রবর্তী জানান এখনো পর্যন্ত অজ্ঞতা রয়েছে মানুষের মধ্যে। ১৮ বছরের নিচে বিয়ে করা যাবে না।এ কথা বারে বারে মুখ্যমন্ত্রী বলেছেন।