হাওড়া, ২৪ জানুয়ারি:- দীর্ঘদিন ধরে হাওড়ার বেনারস রোডের বামুনগাছি ব্রিজের রাস্তা রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ব্রিজের উপরে বড় বড় গর্তের কারণে প্রতিনিয়ত এই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে সাধারণ পথচলতি মানুষকে। অবিলম্বে ব্রিজের রাস্তা সারাইয়ের দাবিতে সোমবার সকালে অফিস টাইমে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন ডিওয়াইএফআই কর্মীরা। প্রায় ঘন্টাখানেক অবরোধ চলার পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়। ডিওয়াইএফআইয়ের অভিযোগ, বামুনগাছি ব্রিজ সংলগ্ন বেনারস রোডের সংযোগকারী এই রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে। সালকিয়া এবং বেলগাছিয়ার সংযোগকারী এই গুরুত্বপূর্ণ রাস্তা সারানোর দাবিতে এর আগেও বিভিন্ন সময়ে আমরা ডিএম থেকে শুরু করে ডিআরএম, হাওড়া পুরসভা বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছি।
কিন্তু ব্রিজ সংলগ্ন রাস্তা এবং ব্রিজের রাস্তার সংস্কার হচ্ছেনা। প্রতিদিন এখানে দুর্ঘটনা ঘটছে। টোটো, অটো উল্টে যাচ্ছে। অ্যাম্বুলেন্স যেতে পারছে না। ফলে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন না। রেল এবং রাজ্যের চাপানউতোরের জেরে এই রাস্তা নিয়ে টালবাহানা গড়িমসি চলছে। এরই প্রতিবাদে আমরা আজকে ডিওয়াইএফআইয়ের তরফ থেকে সাধারণ মানুষের স্বার্থে এই কর্মসূচি নিয়েছি। আমাদের দাবি অবিলম্বে রাস্তা সারাতে হবে। রাস্তার সংস্কার না হলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব। ডিওয়াইএফআইয়ের হাওড়া জেলা কমিটির সভাপতি সুভাষ দে’র অভিযোগ লিলুয়ায় রানী ঝিলের সংস্কার হয়নি। বৃষ্টি হলে এখানে এক হাঁটু জল দাঁড়িয়ে যায়। সেই জল মাড়িয়ে মানুষকে যাতায়াত করতে হয়। ফলে সাধারণ মানুষ ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন নাগরিক পরিষেবা না পেয়ে। এরই প্রতিবাদে আজকে আমরা পথে নেমেছি।