তরুণ মুখোপাধ্যায়, ২৩ জানুয়ারি:- রবিবার সকালে নেতাজির জন্মদিন অভিনব উপায়ে পালন করল হুগলি জেলা তৃণমূল কংগ্রেসে ক্রীড়া সেলের কর্মীরা। ভারতের স্বাধীনতা সংগ্রামের বীর নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিনে হুগলি জেলার মোট ২৩টি জায়গা থেকে মানুষের মধ্যে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করা হলো। জেলা তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সভাপতি এবং বৈদ্যবাটি পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষের উদ্যোগে জেলার শ্রীরামপুর, বৈদবাটি ভদ্রেস্বর চন্দনননগর চুচুড়া রিশরা কোন্নগর উত্তরপাড়া সহ মোট ২৩টি অঞ্চলে এই কর্মসূচি পালন করা হলো। এ ব্যাপারে বলতে গিয়ে সুবীর ঘোষ জানান পশ্চিমবঙ্গ ক্রীড়া সেলের সভাপতি বাবুন ব্যানার্জির নির্দেশে আমরা বীর স্বাধীনতা সেনানীর জন্মদিনটি করোনা সচেতনতার মধ্য দিয়ে পালন করলাম। আমরা দেখতে পাচ্ছি গত দু বছর ধরে করোনার একের পর এক ঢেউ ক্রমান্বয়ে আমাদের সমাজকে গ্রাস করছে।
এই সময় আমাদের প্রথম এবং প্রধান কাজ হল এই মারণ রোগ থেকে নিজেদের রক্ষা করা এবং সমাজকে রক্ষা করা।তার জন্য দরকার মানুষকে আরও সচেতন করা। নিয়মিত মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করলে এই ভয়ঙ্কর কালান্তক রোগ থেকে আমরা রক্ষা পেতে পারি। সেই জন্যেই তেইশে জানুয়ারি দিনটিকে আমরা বেছে নিলাম, এবং এদিন আমাদের কর্মীরা সারা জেলা জুড়ে বিভিন্ন রাস্তা ঘাট এবং বাজার এলাকায় গিয়ে মানুষের হাতে মাস্ক স্যানিটাইজার তুলে দিয়ে মরন রোগের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানালেন। আমরা মনে করি আজকের দিনে মহামারী বিরুদ্ধে সবাইকে লড়াই করতে হচ্ছে। এ তাই নেতাজির এই জন্মদিনে মানুষের বেঁচে থাকার লড়াই এর বার্তা পৌঁছে দিয়ে মহান নেতা সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে তাঁর প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা নিবেদন করলাম।