মহেশ্বর চক্রবর্তী, ১১ জানুয়ারি:- গত ৮ এবং ৯ জানুয়ারি ২০২২ বিশাখাপট্টনমের ভাইজাগ স্বর্ণভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় পঞ্চম আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা। এই আন্তর্জাতিক প্রতিযোগিতাতে ভারত ছাড়াও নেপাল, ভুটান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশ অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় আমাদের রাজ্যে থেকেও অনেকেই অংশ গ্ৰহণ করে। এই প্রতিযোগিতাতে হুগলি জেলার খানাকুলের ‘বীরলোক মার্শাল আর্ট একাডেমি’ থেকে ৮জন অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় মোট ৪ টে সোনা, ৪ টে রুপো ও ৩টি ব্রোঞ্জ মেডেল পেয়েছে।
একাডেমির কর্ণধার কার্তিক দাস জানান, একাডেমির ছাত্রদের প্রচেষ্টায় আজ আমরা পশ্চিমবঙ্গ তথা ভারতের মুখ উজ্জ্বল করতে পেরে খুবই আনন্দ হচ্ছে। পরবর্তীকালে সকলের সহযোগিতা পেলে আমরা আরো বেশি প্রতিযোগী নিয়ে এইরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো।এই প্রতিযোগিতায় অঙ্কিত দাস দুটি বিভাগে সোনা জিতেছে। এছাড়াও তনয় মোদক, অর্ণব সামন্ত, অংকিতা প্রামানিক,ঋদ্ধিমা ঘোষ, সুস্মিতা মাল সাঁতরা প্রমুখ প্রতিযোগিরাও একটি করে সোনা, রুপা ও ব্রোঞ্জ মেডেল পেয়েছেন। এই একাডেমিক সাফল্যে খুশি খানাকুলবাসী।